ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কক্সবাজার থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলা থেকে তেজন্দ্র দে নামে এক ট্রাক চালকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তেজন্দ্র দে চকরিয়া উপজেলার ডুলাহাজারার নাথ পাড়ার মৃত হরিনাথ দে’র ছেলে।

কক্সবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আইরন বাংলানিউজকে জানান, চাঁদের ঘোনা এলাকায় একটি ট্রাকের নিচ থেকে ওই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  

মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই আইরন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।