ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে বাস খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কুমারখালীতে বাস খাদে পড়ে নিহত ২ পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার হতাহতদের উদ্ধার করেছে।

কুষ্টিয়া: প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহেনীপাড়ায় বাস খাদে পড়ে মূলত চালকসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২১ জন। 

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন বাসচালক নয়নের (৩৫) ও সুজা উদ্দিন (৩২) ।

নয়ন উপজেলার জগন্নাথপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
 
আহতদের মধ্যে সুজন (৩০), মজিবুর রহমান (৪৫), রানা আহম্মেদ (৩০), সাথী খাতুন (১৮), সুরুজ আলী (৩০), জামসেদ (৪৫), চাঁদ আলী (৫০) ও মোস্তফার (৪০) নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে লাহেনীপাড়ায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুজা উদ্দিনের মৃত্যু হয়। এসময় আহত হন চালক নয়নসহ ২২ জন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নেওয়ার পথে নয়ন মারা যান।  

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান চালায়। এসময় বাসের ভেতর থেকে সুজা উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় উল্টে থাকা বাসের মধ্যে এক নারীর মরদেহ ছিল বলে ধারণা করা হলেও তাকে উদ্ধার করার পর দেখা যায়, তিনি মারা যাননি, দুর্ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলেছেন।  
 

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮/আপডেট সময়: ১৮১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।