ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় হরিণের দেড় মণ মাংস জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
পাথরঘাটায় হরিণের দেড় মণ মাংস জব্দ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের দেড় মণ মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। 

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর গোড়াখালে নোঙর করা অবস্থায় মাংস বোঝাই ট্রলারটি জব্দ করা হয়।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দক্ষিণ চরদুয়ানীর গোড়াখালে অভিযান চালায় পুলিশ।

এসময় হরিণের মাংস বোঝোই নাম বিহীন ট্রলারটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়।  

তিনি আরও জানান, মাংসগুলো আদালতের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হবে। ট্রলারের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদশে সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএসএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।