ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে ভটভটি উল্টে চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
মহাদেবপুরে ভটভটি উল্টে চালক নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার বড়ইতলি মোড়ে ভটভটি উল্টে জুয়েল রানা (২৭) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বামনছাতা-মহাদেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল উপজেলার রাইগাঁ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধান বোঝাই ভটভটি নিয়ে উপজেলার বামনছাতা বাজার থেকে মহাদেবপুর যাচ্ছিলেন জুয়েল। পথে বড়ইতলি মোড়ে এলে বিপরীত দিক আসা অপর একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার ভটভটিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।