ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে পাঁচতলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
শাহজাদপুরে পাঁচতলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ছয়আনিপাড়ায় মহল্লায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সোয়াত হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াত শাহজাদপুরের খারুয়াজংলা গ্রামের পশু চিকিৎসক রাজার ছেলে।

স্থানীয়রা জানান, ছয়আনিপাড়া মহল্লার ওষুধ ব্যবসায়ী মাহফুজুর রহমান রন্টুর পাঁচতলা ভবনের চারতলার একটি ফ্লাটে সপরিবারে ভাড়া থাকেন রাজা। দুপুরে ওই ভবনের ছাদে বসে খেলার সময় হঠাৎ নিচে পড়ে যায় সোয়াত। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় শিশু হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।