ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী বরিশাল যাবেন ৮ ফেব্রুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
প্রধানমন্ত্রী বরিশাল যাবেন ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা (ফাইল ছবি)

বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরে যাবেন। ওইদিন লেবুখালিতে ‘শেখ হাসিনা’ সেনানিবাসের উদ্বোধন করবেন তিনি।

পরে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।

এর আগে সর্বশেষ ২০১২ সালের ২১ মার্চ বরিশাল সফর করেন প্রধানমন্ত্রী।

তার বরিশালে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে।

সেনানিবাস উদ্বোধন এবং নগরের বঙ্গবন্ধু উদ্যানের জনসভা সফল করার লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।  

আগামী ১৩ জানুয়ারি সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হবে।

এতে বরিশাল বিভাগের ৬ জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের উপস্থিত থাকার কথা রয়েছে।  

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফর সম্পর্কে দলের কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্রে তারা নিশ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর ও জনসভা সফল করতে আগামী ১৩ জানুয়ারি সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ২০৩৫ ঘন্টা, জানুয়া‌রি ১০, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।