ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাপাহারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
সাপাহারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫ পুলিশের অভিযান

নওগাঁ: নওগাঁর সাপাহারে ভূমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কায়েস উদ্দিন ও রায়হান আলমের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় বিকেলে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়।

জানা গেছে, সম্প্রতি সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্থানীয় একটি জমিতে বসবাসকারীদের উচ্ছেদ করে দখলে নিয়ে স্থাপনা গড়ে তুলছিলেন। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। এসময় শাহজাহান আলী তার বাহিনী নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ বাংলানিউজকে জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।