ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এ সরকারের আমলে মানুষের আর্থিক সঙ্গতি বৃদ্ধি পেয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এ সরকারের আমলে মানুষের আর্থিক সঙ্গতি বৃদ্ধি পেয়েছে বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হচ্ছে

বাগেরহাট: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষের আর্থিক সঙ্গতি বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় বেড়েছে। আগে যেখানে হেঁটে যেতাম। এখন সেসব গ্রামে গাড়ি যাচ্ছে। প্রতিটি স্তরে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সরকারের আমলে বিদ্যুৎ, রাস্তাঘাটসহ সবকিছুর উন্নয়ন হয়েছে।

শিক্ষাখাতে সরকার প্রশংসনীয় উন্নয়ন করছে। প্রাথমিক থেকে পিএইচডি পর্যন্ত সরকার উপবৃত্তি দিচ্ছে। তাই এ সরকারের উন্নয়নের সঙ্গে বিগত দিনের অন্য কোনো সরকারের তুলনা হয় না।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ।

এর আগে মেলা উপলক্ষে সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এবারের মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৭৫টি স্টল অংশ গ্রহণ করেছে।

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনের অনুষ্ঠানমালায় রয়েছে উন্নয়নমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, গান ও পুরস্কার বিতরণ।

এদিকে মেলায় প্রধান আকর্ষণ হিসেবে আছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আবিষ্কৃত ড্রোন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।