ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পানিতে ডুবে তরুণের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
রূপগঞ্জে পানিতে ডুবে তরুণের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে হাফিজ বিন সাদেক (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

হাফিজ বিন সাদেক রাজধানীর ধানমন্ডি ৯ নম্বর সেক্টরের সাদেকুর রহমানের ছেলে।

 

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক বাংলানিউজকে জানান, হাফিজ বিন সাদেক ও তার বন্ধু ইসতেক আহাম্মেদ সিদ্দিকী আলমপুর এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সকাল ১০টার দিকে আলমপুর ১১ নম্বর সেক্টরের লেকের পাড়ে বসে মোবাইল ফোনে ফেসবুক দেখছিলেন হাফিজ। এসময় হঠাৎ তার মোবাইল ফোনটি লেকের পানিতে পড়ে যায়। হাফিজ ফোনটি তুলতে গিয়ে লেকের পানিতে তলিয়ে যান। এসময় ইসতেক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে হাফিজকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।