ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় পঁচরো মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দু’জন। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের বড়মানিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পঁচরোর বাড়ি বড়মানিক গ্রামে।

আহতরা হলেন একই এলাকার সামিরুল (২৫) ও সানোয়ার (২৪)। গুরুতর অবস্থায় তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সকালে বড়মানিক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পঁচরো, সামিরুল ও সানোয়ার। এসময় বালু বোঝাই একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই পঁচরো নিহত হন। এতে আহত হন অপর দু’জন।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।