ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুরে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
মধুপুরে যুবকের মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে শফিকুল ইসলাম শফি (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার মহিষমারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মৃত বাদশা মিয়ার জামাই।

 

পুলিশ জানায়, বুধবার (১০ জানুয়ারি) রাতে শফিকুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলে ডুমুর গাছে শফিকুলের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।