ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে ইনার হুইল প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
স্পিকারের সঙ্গে ইনার হুইল প্রতিনিধিদলের সাক্ষাৎ ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কাপিলা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সাক্ষাতে তারা নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা নিয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকার গৃহীত পদক্ষেপ এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশকে অনন্য মর্যাদা দিয়েছে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলে নারীর অর্থনৈতিক-সামাজিক মর্যাদা আরও বাড়ানো সম্ভব।
 
কাপিলা গুপ্তা সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। বাংলাদেশের শিক্ষার হার ৭২ শতাংশ। যা খুবই সন্তোষজনক।  

তিনি বলেন, ইনার হুইল বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে কাজ করে।  

এ সময় ধানমন্ডি ক্লাবের সদস্য রেজিনা রহমান ও ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮(আইডাব্লিউডি) বাংলাদেশের জেলা সভাপতি নায়ার ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।