ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা  ৬.৮ ফাইল ফটো

ঢাকা: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশা। একই সঙ্গে প্রবাহিত হচ্ছে তীব্র বাতাস। সকালে রাজধানীর চিত্র এমনই। গত কয়েকদিন থেকে কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বাড়ছে দেশের প্রায় সব এলাকায়।

তবে আবহাওয়া অফিস বলছে রোববার (১৪ জানুয়ারি) যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেট জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।