ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির ভোলা সফর স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
রাষ্ট্রপতির ভোলা সফর স্থগিত

ভোলা: ভোলায় রাষ্ট্রপতি আবদুল হামিদের দুইদিনের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চরফ্যাশন ও বুধবার বাংলাবাজারে গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল তার।

ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বৈরী আবহাওয়া ও কুয়াশার কারণে রাষ্ট্রপতির সফল বাতিল করা হয়েছে। তবে তিনি এ মাসের ২৪ ও ২৫ তারিখে ভোলা আসবেন। সেসময় জ্যাকব টাওয়ারসহ অন্যান্য স্থাপনা উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।