ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
চকরিয়ায় পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার: চকরিয়া উপজেলার বদরখালী বাজারের একটি মসজিদের পুকুর থেকে আবু ছৈয়দ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত আবু ছৈয়দ মহেশখালী উপজেলার মাতারবাড়ি মনহাজিরা পাড়া এলাকার আমির হামজার ছেলে।

বদরখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খাইরুল বশর বাংলানিউজকে বলেন, সকালে বদরখালী বাজারের জামে মসজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ওই পুকুরের পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতি পাই। এ সময় মরদেহের পাশে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরে ঘটনাটি থানার জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।  

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলেও জানান পুলিশর এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।