ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ইবতেদায়ি শিক্ষকদের অনশন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ইবতেদায়ি শিক্ষকদের অনশন প্রত্যাহার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মো. আলমগী হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয়করণের দাবিতে আমরণ অনশনের ৮ম দিনে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন অনশনস্থল জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।  

এ সময় সচিব মো. আলমগীর হোসেন বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

কিন্তু হাজার হাজার শিক্ষকদের জাতীয়করণ করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা এ মুহূর্তে নেই।  

‘যদি অর্থ মন্ত্রণালয় টাকা না দেন, তাহলে মাদ্রাসা শিক্ষদের জাতীয়করণ করা সম্ভব নয়। ’

তিনি বলেন, দুই-একদিনের মধ্যে মাদ্রাসার কতজন শিক্ষক জাতীয়করণ হয়নি তাদের তালিকা পাবো আশা করছি। তখন আমরা এ বিষয়ে কাজ শুরু করবো। আশা করি অচিরেই ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সমস্যার সমাধান হবে।

মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন বাংলানিউজকে বলেন, আমাদের দাবির বিষয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা প্রতি সম্মান জানিয়ে আমরা আমরণ অনশন প্রত্যার করে নিয়েছি।  

তিনি বলেন, আগামী প্রাক বাজেটে আমাদের এ বিষয়টি সরকার পুরোপুরি সমাধান করবেন। যদি না করা হয় তাহলে শিক্ষকরা আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দেবেন।

আমরণ অনশন চালাকালে ১৮৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। এদিকে, মঙ্গলবার নতুন করে আরও ৯ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

** ইবতেদায়ি শিক্ষকদের অনশন ৮ম দিনে, অসুস্থ ১৮৬

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।