ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
না'গঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটক সুমন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ সুমন (২৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব-১১) সদস্যরা।

এছাড়াও আটক সুমনের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার ২শ টাকা পাওয়া গেছে। আটক সুমন নারায়ণগঞ্জের আমলাপাড়ার মাইছাপাড়ার কালু মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ এর সিপিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

র‍্যাব জানায়, সোমবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজউদৌলা সড়কে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে সুমন ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। এরআগেও তার বিরুদ্ধে দু'টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকদ্রব্য-সুমনকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।