ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
না’গঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫ না’গঞ্জে দফায় দফায় সংঘর্ষ হয়েছে/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৭ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড টিয়ার শেল ছুড়েছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চাষাঢ়ায় এ সংঘর্ষ ঘটে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে সতর্কাবস্থায় রয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শাহজালাল জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

গত ২৫ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ শুরু করেছে সিটি করপোরেশন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।