ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে চাচিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
পলাশবাড়ীতে চাচিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাচি ধলি বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন মুক্তার মিয়া শুকটু নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এসময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধলি বেগম ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, শুকটু মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি কথা কাটাকাটির একপর্যায়ে পরিবারের সদস্যদের মারধর করতে শুরু করেন। এ সময় তার চাচি ধলি বেগম তাকে থামানোর জন্য এগিয়ে গেলে শুকটু কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও শুকটুকে আটক করেছে। তবে নিহতের স্বজনরা মামলা করতে রাজি নন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।