ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় ইয়াবাসহ ২ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
মাটিরাঙ্গায় ইয়াবাসহ ২ যুবক আটক 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ১২৩ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিম পাড়া এলাকা থেকে  তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাটিরাঙ্গার আশরাফ চৌধুরীর ছেলে দ্বীন ইসলাম (২২) ও মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়ার মো. ইসহাক মিয়ার ছেলে জুবায়েদ বিন ইসহাক শান্ত (২১)।


 
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম পাড়া এলাকায় থেকে ১২৩ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। পরে তাদের 
মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।