ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বেলকুচিতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর গ্রামে এ অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম।

 

আটকরা হলেন- বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের আনছার আলী মোল্লার ছেলে রিপন মোল্লা (২৫) ও একই উপজেলার শোলাকুড়া মাহমুদপুর গ্রামের মৃত একাব্বর আলী শেখের ছেলে আব্দুস ছাত্তার (৪৫)।  

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটকরা দীর্ঘদিন ধরে বেলকুচিসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।