ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর খিলগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
রাজধানীর খিলগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে রাকিবুল ইসলাম শান্ত (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) ভোরে খিলগাও পূর্ব গোড়ানের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, প্রায় ৮ থেকে ৯ বছর আগে শান্তর বাবা-মা আলাদা হয়ে যান।

এরপর থেকে মা সালমা বেগমের সঙ্গে খিলগাঁওয়ের একটি বাসায় থাকতেন শান্ত। তিনি সাইক ইনস্টিটিউট প্যারামেডিকেলের ২য় বর্ষের ছাত্র ছিলেন। প্রায় সময় কারণে-অকারণে মায়ের সঙ্গে ঝগড়া করতেন শান্ত।  

রাতের খাবার খেতে গিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া হলে মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শান্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করতে পারে শান্ত। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।