ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নবম ওয়েজ বোর্ডের ‘সুখবর’ দিলেন নতুন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
নবম ওয়েজ বোর্ডের ‘সুখবর’ দিলেন নতুন প্রতিমন্ত্রী তারানা হালিম

ঢাকা: সাংবাদিকদের মজুরি নির্ধারণে নবম ওয়েজ বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফাইল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে আগামী দিনের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ডের জন্য আপনাদের একটি সুখবর জানিয়ে দেই, ইতোমধ্যে কমিটি গঠনের প্রথম একটি ফাইল প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হয়েছে, আমি আসবার পর।

‘আমরা চাচ্ছি নবম ওয়েজ বোর্ডের কমিটি গঠনের অনুমোদন প্রধানমন্ত্রী আমাদের প্রদান করার পর দ্রুতগতিতে এর কাজটি এগিয়ে নিয়ে যাওয়া হবে আমার আর একটি লক্ষ্য। ’

১৩ সদস্যের একটি কমিটি গঠনের জন্য ফাইল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারানা হালিম।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।