ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন খরচ দিতে সম্মত মিয়ানমার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
রোহিঙ্গা প্রত্যাবাসন খরচ দিতে সম্মত মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা/ ছবি: বাংলানিউজ

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের খরচ মিয়ানমার সরকার বহন করবে। প্রথম দিকে ৩০০ জন করে ফেরত নিলেও তিনমাসের মধ্যে সংখ্যাটি আরো বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি চূড়ান্ত করা শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব জানান পররাষ্ট্রসচিব।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে ইন্টারন্যাশনাল রেড ক্রসের সাহায্য নিতে রাজি হয়েছে মিয়ানমার।

তবে জাতিসংঘের সাহায্য নিতে এখনও রাজি হয়নি দেশটি।

পররাষ্ট্রসচিব জানান, প্রথম তিন মাসে ৩০০ জন করে ফেরত নেবে মিয়ানমার। তিনমাস পরে এই সংখ্যা বাড়বে। বাংলাদেশ ১৫০০ জন করে ফেরত নেওয়ার দাবি জানিয়েছে বলেও জানান শহীদুল হক।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে মিয়ানমারের রাজধানী নেপিদোতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় চুক্তিটি চূড়ান্ত হয়। সোমবার (১৫ জানুয়ারি) ওই সভা শুরু হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো।  

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা শুরুর পর ইতিহাসের ভয়াবহতম এ জাতিগত নিধন শুরু করলে বাংলাদেশে পালিয়ে আসেন প্রায় ৭ লাখ রোহিঙ্গা। তাদের কক্সবাজারের উখিয়ায় আশ্রয় দেওয়া হলেও শুরু থেকেই বাংলাদেশের দাবি ছিল, নিরাপদে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।