ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মদের চালান জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
সিলেটে মদের চালান জব্দ কোম্পানীগঞ্জে জব্দকৃত মদের চালান। ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে প্রায় সোয়া চার লাখ টাকা মূল্যের মদের চালান জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪৮) সদস্যরা।

শনিবার (২০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে ২৮৬ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কালাইরাগ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

অভিযানে নেতৃত্বদানকারী নায়েব সুবেদার জয়নাল আবেদীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের চালান রেখে পালিয়ে যায়। জব্দ হওয়া মদের আনুমাণিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা হবে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।