ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ইয়াবাসহ গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
গাংনীতে ইয়াবাসহ গ্রেফতার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরে গাংনীতে ৪৭ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুর কৌটা গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। কামাল ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, ইউনুস আলীর কাঁঠাল বাগানে ইয়াবা বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ কামালকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।