ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
হালুয়াঘাটে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের ৩ দিন পর চাঁন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঁন মিয়া উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় নলুয়া গ্রামের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই আব্দুল মালেক বিলাস জানায়, আমার ছোট ভাই একজন মাদকসেবী। গত বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রতিবেশী আফছরের মাদসেবী ছেলে রাসেল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি। তিন দিন পর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, নিহত চাঁন মিয়া মাদকসেবী ও ব্যবসায়ী ছিলো। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাসেল ও রহিম নামে দু’যুবককে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।  

ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।