ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ: কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মাঈন মণ্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের শহীদ এম স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঈন মণ্ডল কামারখন্দ উপজেলার নান্দিনা মধু গ্রামের আব্দুল হান্নান মণ্ডলের ছেলে ও নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুপুরের দিকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন অতিক্রম করছিল স্কুলছাত্র মাঈন মণ্ডল। এ সময় নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।