ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হল মৌলভীবাজার জেলা ইজতেমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আখেরি মোনাজাতে শেষ হল মৌলভীবাজার জেলা ইজতেমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মৌলভীবাজারে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাকরাইল মসজিদের সিনিয়র মুরব্বি মাওলানা মো. ফারুক দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে ১০ মিনিটব্যাপী সংক্ষিপ্ত বাংলায় মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার শেষ হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে শুক্রবার (২৬ জানুয়ারি) মধ্যরাত থেকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রাক, পিকআপভ্যানসহ ব্যক্তিগত গাড়িতে করে ইজতেমা ময়দানে আসেন।

শনিবার সকাল ১০টার দিকে ইজতেমা মাঠে মুসল্লিদের স্রোত দেখা দেয়। এসময় যানজট এড়াতে প্রায় এক কিলোমিটার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। পরে মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মূল মাঠে পৌঁছায়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার শহরের জগন্নাথপুর এলাকার উপশহরে ফজরের নামাজের পর ফিলিস্তিন থেকে আসা তাবলিগ জামাতের মুরুব্বি শেখ মোহাম্মদ ইয়াদের আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এদিকে তিনদিনের ইজতেমায় ঠাণ্ডাজনিতকারণ ও শ্বাসকষ্ট হয়ে শনিবার ভোরে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।