ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানিতে ডুবে মাহিম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী মনির লস্করের একমাত্র সন্তান।

মাহিমের দাদা ফজল লস্কর জানান,  শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে তার মা বাড়িতে কাজ করছিলেন। এ সময় বাড়ির উঠানেই মাহিম খেলা করছিলো।

হঠাৎ মাহিমের মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে মাহিমের দেহ ভাসতে দেখা যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।