ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এবার তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের ধরতে মাঠে পুলিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এবার তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের ধরতে মাঠে পুলিশ 

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীকে মাদকমুক্ত করতে এবার তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের গ্রেফতারে যৌথ অভিযানে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল পুলিশ। 

নগরীর কৃষ্টপুর এলাকা থেকে গ্রেফতারকৃত ৭ মাদক বিক্রেতাকে শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জানুয়ারি) দিনগত গভীর রাতে নগরীর মাদক জোন হিসেবে পরিচিত কৃষ্টপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় তালিকাভুক্ত মাদক বিক্রেতা আমিন, আলী হোসেন, রফিকুল ইসলাম, মালেকা, জয়নাল আবেদিন, রমিজ আহম্মেদ ও তুষারকে গ্রেফতার করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার
তালিকাভুক্ত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ২ থেকে ৩টি করে মাদক আইনে মামলা রয়েছে। তালিকাভুক্ত সব মাদক বিক্রেতাদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।