ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইনে হাঁটতে গিয়ে পড়ে পা কাটা গেল জবি ছাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
রেললাইনে হাঁটতে গিয়ে পড়ে পা কাটা গেল জবি ছাত্রীর রুবিনাকে দেখতে জরুরি বিভাগে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন

ঢাকা: রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রুবিনা (২২) নামের এক শিক্ষার্থী। রেললাইন ধরে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে গেলে তখন ওই লাইন ধরে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে রুবিনার পা জোড়া।

রোববার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।  

রুবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে থানা (কমলাপুর) পুলিশ।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে রুবিনার হাঁটু থেকে দুই পা আলাদা হয়ে গেছে। তার অবস্থা গুরুতর। চিকিৎসা চলছে।  

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবিনার দুই পা হারানোর খবর পেয়ে জরুরি বিভাগে ছুটে আসেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। তিনি নিজেই ঢামেকের ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলে দ্রুত রুবিনার জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন। সব ধরনের চিকিৎসারও নির্দেশ দেন ঢামেক পরিচালক।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবিনা
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলানিউজকে জানান, স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রুবিনা মাথা ঘুরে পড়ে যান। এসময় ওই রেললাইন ধরে একটি ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। সেই ইঞ্জিন রুবিনার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রুবিনার হাঁটু থেকে দুই পা আলাদা হয়ে যায়।

রুবিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রবিউল ইসলামের মেয়ে। সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন তিনি। ধারণা করা হচ্ছে, রুবিনা ট্রেনে করে বাড়ি যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এজেডএস/এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।