ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিছানাকান্দিতে কোয়ারি ধসে আহত শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিছানাকান্দিতে কোয়ারি ধসে আহত শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে আহত আট শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আলী নূর (৪৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই গ্রামের মৃত হারিছ উদ্দিনের ছেলে।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে বিছানাকান্দি সীমান্তের সরকারি খাস ভূমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে কোয়ারি ধসে আটজন শ্রমিক আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলী নূর মারা যান।  

**বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে আহত ৮

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।