ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে বিস্ফোরণে নিহত ১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে রাসায়নিক মিশ্রনের বিস্ফোরণে নুরুল আমিন রনি (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৭ শ্রমিক।

সোমবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বিসিক শিল্প নগরীর গ্লোব ফার্মাসিউটিক্যালস কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন রনি (২২) উপজেলার একলাশপুর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে।

আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ জানায়, সোমবার ভোরে গ্লোব ফার্মাসিউটিক্যালসে ৮ জন শ্রমিক কাজ করছিলেন। এসময় রাসায়নিক মিশ্রনের বিস্ফোরণ হলে তারা অগ্নিদগ্ধ হন।

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নুরুল আমিন রনি নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিস্ফোরণে এক শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।