ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু 

ঢাকা: রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকার খাঁ-পাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বাংলানিউজকে জানান, খিলক্ষেত বনরুপা এলাকার খাঁ-পাড়া রেললাইন দিয়ে অজ্ঞাত ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা-কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে হলুদ ও গোলাপী রঙয়ের পোশাক ছিল।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।