ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
মাদারীপুরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

মাদারীপুর: মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার কর্ণপাড়া ব্রিজের কাছে সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে জিহাদ মুন্সী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ মুন্সী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার নান্নু মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে সার বহনকারী একটি ট্রাক বরিশাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার কর্ণপাড়া ব্রিজের কাছে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় ট্রাক চালকের সহকারী বের হয়ে আসতে পারলেও চালক বের হতে পারেন নি।

মাদারীপুর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে চালকের মরদেহ উদ্ধার করে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রোববার রাতে গভীর রাতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিযুক্ত গভীর খাদে পরে তলিয়ে যায়। সোমবার সকালে ট্রাক ও চালকের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।