ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ১৪৫ স্কুলে ল্যাপটপ ও কম্বল বিতরণ

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ধামরাইয়ে ১৪৫ স্কুলে ল্যাপটপ ও কম্বল বিতরণ ল্যাপটপ বিতরণ করছেন এম এ খালেক

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩ হাজার ১২৫টি কম্বল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা মাঠে ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন এম এ মালেক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য শফিক আনোয়ার গুলশান, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, পৌর যুবলীগের আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাইদুল ইসলাম পিয়াস, আলামিন হোসেন উজ্জ্বল, তুষার আহম্মদ শান্ত প্রমুখ।

পরে উপজেলার তিন হাজার হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করেন এমপি মালেক।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।