ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় তেলের ড্রাম বিস্ফোরণে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
পেকুয়ায় তেলের ড্রাম বিস্ফোরণে যুবক নিহত

কক্সবাজারের পেকুয়ায় একটি মেকানিক্যাল ওয়ার্কশপে তেলের ড্রাম বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। মো. হারুন (২৮) নামে নিহত ওই যুবক উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকার মো. কালুর ছেলে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পেকুয়া বাজারে হোসেনের মালিকানাধীন ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বরইতলি মগনামা সড়ক ঘেঁষে পেকুয়া বাজারের বেশ কয়েকটি ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে তেলের বাতিল ড্রাম ও মেয়াদবিহীন গ্যাস সিলিন্ডার কাটা হয়।

এরকমই তেলের একটি ড্রাম কাটার দৃশ্য দেখতে গিয়ে সোমাবার এক যুবক প্রাণ হারিয়েছেন।

এসআই আরো বলেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় তেলের ড্রামটি গ্যাসপূর্ণ হয়ে বিস্ফোরিত হয়। ড্রামের একটি অংশ ছিটকে বুকে ও গলায় বিঁধে যুবকের প্রাণহানি ঘটে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, সুরতহাল প্রতিবেদন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যা ৬টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
টিটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।