ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আগরতলা মামলায় সাক্ষীর ছেলে-মেয়েকে প্রধানমন্ত্রীর অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
আগরতলা মামলায় সাক্ষীর ছেলে-মেয়েকে প্রধানমন্ত্রীর অনুদান অর্থ অনুদানের চেক গ্রহণ করছেন আগরতলা মামলার সাক্ষী কামাল উদ্দিন আহমেদের মেয়ে মেহের নিনি কামাল। ছবি: পিআইডি

ঢাকা: ঐতিহাসিক আগরতলা মামলার বৈরী সাক্ষী প্রয়াত কামাল উদ্দিন আহমেদের অসুস্থ দুই ছেলে-মেয়েকে ৯০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কামাল উদ্দিন আহমেদের দুই ছেলে কামরুল হাসান আহমেদ ও খায়রুল হাসান আহমেদ এবং মেহের নিনি কামাল সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চেক গ্রহণ করেন।  

এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশের প্রথম নৌ উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ব্যাপক জেল জুলুম ও নির্যাতনের শিকার হন। পরে চরম শারীরিক যন্ত্রনা ভোগ করে মারা যান তিনি।

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।