ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক আহত আহত ইশরাফিল। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার সদরের নারিকেল বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- রানা (১৯), মাটিরাঙ্গা মডেল হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র রকিবুল হাসান (১৬) ও  ইশরাফিল (১৮)। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, রাতে মাটিরাঙ্গা থেকে ওই তিন তরুণ মোটরসাইকেল চালিয়ে দীঘিনালায় কনসার্ট দেখতে যাচ্ছিলো। পথে খাগড়াছড়ির নারিকেল বাগান এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা আহত হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফয়জুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে ইশরাফিলের মাথায় রক্তক্ষরণ ও বাম পায়ের পাতা আলাদা হয়ে গেছে। এছাড়া রকিবুলের বাম পায়ের হাড় ভেঙে যাওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো করা হয়েছে। অপরজন সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।