ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি পৌরসভায় চলছে তৃতীয় দিনের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
খাগড়াছড়ি পৌরসভায় চলছে তৃতীয় দিনের কর্মবিরতি চলছে তৃতীয় দিনের কর্মবিরতি

খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌরসভার সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ কর্মসূচির আয়োজন করে জেলা শাখার নেতারা।

সংগঠনের জেলা কমিটির সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা কমিটির সদস্য ও খাগড়াছড়ি পৌরসভার সচিব পারভীন খন্দকার, সদস্য ও পৌরসভার হিসাব রক্ষক মো. শাহেদ প্রমুখ।

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির দাবিতে খাগড়াছড়িতে গত ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। তিন দিনব্যাপী এ কর্মসূচির মঙ্গলবার (৩০ জানুয়ারি) শেষ দিন।

খাগড়াছড়িতে তিনটি পৌরসভা রয়েছে। সবকটি পৌরসভায় একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এরমধ্যে খাগড়াছড়ি পৌরসভায় ৬৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।