ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
নেত্রকোনায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নেত্রকোনা: প্লাস্টিকের বস্তা সংরক্ষণ ও ব্যবহারের দায়ে নেত্রকোনায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের মালনি ও পাটপট্টি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানে পাটপট্টি এলাকার মা কালি স্টোরের ডিলার শান্ত সাহাকে ১০ হাজার, মালনী এলাকার মুদি দোকানি অনুপ সাহাকে ৩ হাজার, রঞ্জিত সরকারকে ২ হাজার, গোপাল ধরকে ১৫০০, আনন্দ দাসকে ১৫০০, জুয়েল দাসকে ১৫০০ ও গৌরাঙ্গ চন্দ্র দত্তকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় অন্য ব্যবসায়ীদের প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করতে নিষেধ করা হয়।

অভিযানে পুলিশ সদস্যসহ জেলার পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক, পাট উন্নয়ন সহকারী মো. ইলিয়াস হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মাফিজুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।