ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
গাজীপুরে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় পিকআ‌প ভ্যানের ধাক্কায় মোস্তফা (৪৬) নামে অটো‌রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়া‌রি) দুপুরে জয়দেবপুর-ময়মন‌সিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা শ্রীপুর উপজেলার বেল‌দিয়া এলাকার মো. শামসুল হুদার ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবীর বাংলানিউজকে বলেন, শ্রীপুরের নতুন বাজার এলাকায় জয়দেবপুর-ময়মন‌সিংহ মহাসড়কের পাশে এক‌টি অটো‌রিকশায় বসে‌ ছিলেন মোস্তফা। এ সময় ময়মন‌সিংহগামী এক‌টি পিকআপ ভ্যান ওই অটো‌রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান।

এ ঘটনায় অটো‌রিকশায় থাকা আরেও দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় এক‌টি হাসপাতাল নেওয়া হয়েছে।

মরদেহ উদ্ধার করে মাওনা হাইও‌য়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়া‌রি ৩০, ২০১৮
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।