ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে টাকা ও মালামালসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
দুর্গাপুরে টাকা ও মালামালসহ ২ ছিনতাইকারী গ্রেফতার গ্রেফতার দুই ছিনতাইকারী

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে ছিনতাই করা নগদ এক লাখ ১৯ হাজার ৮৭ টাকা, ১২টি মোবাইল ফোন, দুই হাজার টাকার রিচার্জ ও ২ হাজার ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের কার্ডসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে সোমেশ্বরী নদীর বালুচর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন, দুর্গাপুরের বরুঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে আল মামুন (২৬) ও চক লেঙ্গুরা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে খোকন মিয়া (২৭)।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক বাংলানিউজকে বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর উপজেলা অফিসের সামনের লোকনাথ টেলিকম অ্যান্ড কনফেকশনারীর লুটন সাহার কাছ থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।