ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইবিতে ভাষা ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ইবিতে ভাষা ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ইবিতে ভাষা ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড সোসাইটি: অ্যা পোস্টকলোনিয়াল পারস্পেক্টিভ- শিরোনামে এ সেমিনারের আয়োজক ইংরেজি বিভাগ।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনায় ও একই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।

সেমিনারে আরো বক্তব্য দেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) অশোক কুমার হুই ও পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক বাইসালি হুই।

পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজাহান কবীর ও ইসালমী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজিলা শহীদ সেমিনার বিষয়ক পেপার উপস্থাপন করেন।
 
পেপার উপস্থাপন শেষে আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।