ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি বরদাশত করা হবে না, নজরদারি বাড়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
দুর্নীতি বরদাশত করা হবে না, নজরদারি বাড়ান বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি বা অনিয়ম, এগুলো আমরা কখনো বরদাশত করবো না।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের অডিট ভবনে ‘আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের অর্থ সাশ্রয় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই এ দেশ ও দেশের মানুষ আরও উন্নত হোক। এই দুর্নীতি বা অনিয়ম, এগুলো আমরা কখনো বরদাশত করবো না। আরও বেশি নজরদারি করবেন, সেটাই আমি চাইছি।

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারের ব্যয় সম্পাদনের পরে অডিট কার্যক্রমের পাশাপাশি ব্যয় হওয়ার আগে এবং এমনকি ব্যয় কার্যক্রম চলাকালেও অডিট কার্যক্রম জোরদার হলে আর্থিক অপচয় ও অনিয়ম বহুলাংশে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি।

সরকারের প্রকল্পগুলো আরও দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, আমরা সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব অনেক বেশি।

সরকারি অর্থের অপচয়, আত্মসাৎ, জালিয়াতি, চুরি, বিধিবহির্ভূত পরিশোধ, আয়কর ও ভ্যাট আদায় না করা, আইন, বিধি, নির্বাহী আদেশ পালন না করা, সরকারি নিয়মনীতি ও আর্থিক বিধি-বিধান অনুসরণ না করা, আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না করাসহ নানা অনিয়ম উদঘাটনে অডিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জনবল সংকট সমাধানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, লোকবলের যে সমস্যা আছে ইনশাল্লাহ আমরা তা সমাধান করে দেবো।

‘আমাদের অর্থনৈতিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত চলে গেছে। কাজেই আমাদের অডিটের কাজটা এখন উপজেলা পর্যায়ে আছে, ধীরে ধীরে আমাদের ইউনিয়ন পর্যায় পর্যন্তও খোঁজখবর রাখতে হবে। ’

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিট বিভাগকে আরও শক্তিশালী ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতি হ্রাসের লক্ষ্যে আধুনিক অডিট ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাদের সরকারের ধারাবাহিক দু’মেয়াদে দেশে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। দুর্নীতি দমন কমিশনও এখন অনেক স্বাধীনভাবে কাজ করছে। সরকারের এমপি-মন্ত্রীদেরও তারা জিজ্ঞাসাবাদ করছে।

সুশাসন নিশ্চিতকরণ ও উন্নত দেশ গড়তে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।