ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিশৃঙ্খলা এড়াতে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বিশৃঙ্খলা এড়াতে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার নিরাপত্তা নিশ্চিত করতে কাউকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর বিএনপি কর্মীদের হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে বুধবার (৩১ জানুয়ারি) এ জোরদার নিরাপত্তা দেখা যায়।  

দুপুরে হাইকোর্টের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, মঙ্গলবারের মতো কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য হাইকোর্টের দু’টি গেটসহ আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

হাইকোর্টের মাজার গেটের সামনে রাখা হয়েছে পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), জলকামান ও প্রিজন ভ্যান।  

হাইকোর্টে আসা সবাইকে পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। একান্ত কাজ ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এরইমধ্যে সন্দেহভাজন হিসেবে হাইকোর্ট, প্রেসক্লাব ও মৎস্য ভবন এলাকা থেকে  অর্ধশতাধিক লোককে আটক করা হয়েছে।  

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বলেন, হাইকোর্ট এলাকায় আজ যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় বিএনপির একটি মিছিল থেকে স্বদলীয় কর্মীদের ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।