ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ তদন্তে প্রতিনিধি দল বদরগঞ্জে

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
মানবতাবিরোধী অপরাধ তদন্তে প্রতিনিধি দল বদরগঞ্জে

রংপুর: মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল রংপুরের বদরগঞ্জের ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোমস্তাপাড়া ও দামোদরপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর ব্যাঙডুবিতে প্রাথমিক তদন্ত করা হয়। এসময় বৈকুণ্ঠপুরের বৈকুণ্ঠ রায় (৭৫) ও শম্ভু রায়ের (৭৬) সঙ্গে কথা বলে প্রতিনিধি দল।

এছাড়া ৭১-এর নৃশংসভাবে হত্যা, নির্যাতন ও ধর্ষণের স্থানগুলো চিহ্নিত করে তারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দলে ছিলেন, আইসিসিটি কর্মকর্তা মো. ফারুক হোসেন, সহকারী সাব ইন্সপেক্টর বিএম নাজমুল হুদাসহ চার সদস্যের তদন্ত দল।

প্রতিনিধি দলের প্রধান ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, মানবতাবিরোধী প্রাথমিক তদন্ত ও স্থান চিহ্নিত করার জন্য আমরা এসেছি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।