ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাবাড়ী নৌ বন্দরকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
বাঘাবাড়ী নৌ বন্দরকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ বন্দরকে প্রথম শ্রেণিতে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে উত্তরবঙ্গের একমাত্র এ বন্দরের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) পাইলট হাউজ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু কোনো কারণে বন্ধ থাকলে বিকল্প চলাচলের জন্য জামালপুরের বাহাদুরাবাদ ও আরিচা-নগরবাড়ীতে নতুন দুটি ফেরিঘাট চালু করা হবে।

তিনি আরো বলেন, দেশের প্রায় সাড়ে ২৪ হাজার নদীপথের মধ্যে ২০ হাজার কিলোমিটার উদ্ধার হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার ৩০০ কিলোমিটার খনন করা হয়েছে। পর্যায়ক্রমে ১৭৮টি নদীও খনন করা হবে।

এসময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটি’র পরিচালক পোর্ট শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।