ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ৮ এসএসসি পরীক্ষার্থী আহত

ঝালকাঠিতে: ঝালকাঠি জেলার নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ৮ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার সময় পরীক্ষার্থীদের বহনকারী টমটমের (থ্রি হুইলার) সামনের চাকা খুলে যায় বলে জানা যায়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুলকাঠি ই‌উনিয়নের ভাড়ানিরমোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলেও বাকি চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা সবাই নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের শহীদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে কুলকাঠি থেকে টমটমে করে সুবিদপুর ইউনিয়নের বাহাদুরপুরের বি জি ইউনিয়ন একাডেমি উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে তাদের বহনকারী যানটির সামনের চাকা খুলে গেলে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে চারজন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৩, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।